Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আনারস সহ অন্যান্য ফল - শাকসবজিতে হরমোন প্রয়োগ পদ্ধতি
বিস্তারিত :আসারস সহ অন্যান্য ফল -শাক সবজিতে হরমোন প্রয়োগ পদ্ধতি

উত্তর/মতামত

প্রয়োজন ছাড়া সব ফসলেই হরমোন প্রয়োগ সমীচীন হয়। শাক সবজি হরমোন প্রয়োগ আমাদের কাজ নয়, এটি সবজি বিভাগের কাজ। এছাড়া অন্যান্য ফল বলতে কি বুঝিয়েছেন বোধগম্য নয় এবং সব ধরনের ফলের হরমোন প্রয়োগ প্রয়োজনীয়তা না জেনে এভাবে দেওয়া সম্ভব নয়। আনারসের হরমোন প্রয়োগ পদ্ধতি নিম্নে দেয়া হল- আনারস চারা রোপণের ৯-১৩ মাস পর প্রতি মাসে বৃষ্টিহীন দিনে ক্রমানুসারে ইথ্রেল ৫০০ পিপিএম বা ক্যালসিয়াম কার্বাইড ১০০০০ পিপিএম (বা ১%) দ্রবন প্রতি গাছে ৫০ মি.লি পরিমাণে সকালে গাছের কান্ডে ঢেলে দিতে হবে। হরমোন প্রয়োগের ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে এর কার্যকারিতা কমে যায়। সারাবছর আনারস পেতে হলে জমিকে কয়েকটি ব্লকে ভাগ করে প্রতি মাসেই একএকটি ব্লকে আনারস চারা রোপন করতে হয় অথবা একবার রোপন করে ৩-৪টি ব্লকে ভাগ করে ক্রমান্বয়ে প্রতি মাসে হরমোন প্রয়োগ করা যেতে পারে। হরমোন প্রয়োগের ২০-৪০ দিন পর গাছে ফুল আসে এবং ৫-৬ মাস পর ফল আহরন করা যায়। চারার নয় মাস বয়স বা ২২ পাতা পর্যায়ে হরমোন প্রয়োগ করলে ফল হবে আধা কেজি ওজনের। আবার, চারার তের মাস বয়স বা ২৮ পাতা পর্যায়ে হরমোন প্রয়োগ করলে ফল হবে এক কেজি ওজনের। ড. মদন গোপাল সাহা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই, গাজীপুর