Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের কুঁড়ি ঝরে পড়া
বিস্তারিত :আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর জেলার সদর থানার পৌর এলাকা ৭ নং ওয়ার্ড থেকে অবাণিজ্যিক আম গাছ সম্পর্কে বলছি। আলহামদুলিল্লাহ্ এ বছর আমাদের এলাকায় প্রতিটি আম গাছেই প্রচুর আম ধরেছে। কিন্তু আমগুলো ১০০ গ্রাম আকারের বা তার চেয়ে ছোট অবস্থায়ই ঝরে পড়ছে। দয়াকরে পরামর্শ দিবেন। ধন্যবাদ।

উত্তর/মতামত

আম গাছের বয়স, সার, পানি, পেষ্টিসাইড প্রয়োগ ইত্যাদি বিষয় উল্লেখ না থাকায় ফল ঝরে পড়ার কারন বোঝা যাচ্ছে না। আম গাছে ফল ধরার পর প্রাকৃতিক নিয়েমেই কিছু আম ঝরে পড়ে এবং প্রতি পুষ্পমঞ্জুরীতে একটি করে আম থাকলেই তাকে বাম্পার ফলন বলা হয়। আপনার আম গাছের ঝরে পড়া ফল ভালভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। আমের বোঁটার অংশের ঠিক বিপরীত দিকে যদি ছোট আকারের ছিদ্র বা কালো কষ বের হয় তবে সেভিন পাউডার ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রয়োজনে ২০ দিন পর আরও একবার স্প্রে করতে হবে। এছাড়া ইউরিয়া ও এমওপি সার গাছের বয়স অনুসারে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ ও পরবর্তী যে কোন পরিচর্যার জন্য ভিজিট করুন- www.bari.gov.bd কৃষি প্রযুক্তি সেবা বক্স, কৃষি প্রযুক্তি হাত বই (২য় খন্ড), ফল ফসল, আম। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২