Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে চারার রোগ নিনর্য় ও প্রতিকার
বিস্তারিত :আমার বাড়ির পতিত আঙ্গিনায় নার্সারি হতে পেপে চারা এনে ২০-২৫ দিন হলো বোপন করেছি।। বোপনের পরদিন হতে ৪/৫ দিন বৃষ্টি হয়েছে। বর্তমানে কিছু চারা শুকিয়ে মরে গিয়েছে ও গোড়া পচন দেখতে পেয়েছি।। নিম্নক্ত ছবি সংযুক্ত করা হলো। কোন রাসায়নিক ব্যবহার কার লাগবে কি নাকি অন্যপদ্বতি অবলম্বন করব? সামগ্রিক পরিচর্যা কিভাবে করব?

উত্তর/মতামত

পেঁপের ঢলে পড়া রোগের আক্রমনে বর্ষা মৌসুমে কান্ড পচা রোগ হয়ে থাকে। বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগের জীবানু ছড়ায়। এ রোগ প্রতিকারের তেমন সুযোগ থাকেনা। তাই প্রতিরোধের ব্যবস্থা করা উত্তম। বিস্তারিত জানতে : www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল, পেঁপে।  প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে সিকিউর মিশিয়ে ড্রেঞ্চিং করে এ রোগের বিস্তার কমানো যায়। চারা লাগানোর ৩ সপ্তাহ পূর্বে ৩ টন /হেক্টর আধা পচা মুরগির বিষটা অথবা ৩০০ কেজি খৈল জমিতে ভালভাবে মিশাতে হবে। এতে কান্ড পচা রোগের উপদ্রব কম হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২