Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছাদ উপযোগী কাগজি লেবুর চারা সংগ্রহ
বিস্তারিত :বাংলাদের কৃষি ইন্সটিটিউটের ছাদে লাগানোর উপযোগী কাগজি লেবুর কোন চারা আছে কিনা? থাকলে তা চাঁদপুর থেকে কিভাবে সংগ্রহ করা যাবে?

উত্তর/মতামত

বিএআরআই এর কাগজী লেবুর কোন জাত নেই, এ বিষয়ে গবেষণা চলছে। তবে, বারি উদ্ভাবিত ৩ টি জাত রয়েছে- বারি লেবু ১, ২ ও ৩। এর মধ্যে বারি লেবু-১ হল এলাচি লেবু। ছাদে লাগাতে চাইলে বারি লেবু-২ ও ৩ লাগাতে পারেন। লেবুর চারা কলম পেতে যোগাযোগ করতে পারেন-আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লা। সরেজমিন গবেষণা বিভাগ, কুমল্লা। সরেজমিন গবেষণা বিভাগ, নোয়াখালী। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১