Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় সহজে ভালো জাতের আম বা বারি মাল্টা 1 এর চারা প্রাপ্তি প্রসঙ্গে
বিস্তারিত :স্যার,আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আমার নানা বাড়িতে ১০০ টি ভালো জাতের আম বা সমান সংখ্যক বারি মাল্টা১ এর চারা লাগাতে খুবই ইচ্ছুক। তো আমি আমার নিকটবর্তী কোন জায়গা থেকে এই চারা গুলো পেতে পারি? স্যার দয়া করে সঠিক এবং নিকটবর্তী উপায় বাতলে দিয়ে সাহায্য করে বাধিত করুন।

উত্তর/মতামত

অধিক পরিমান বারি মাল্টা-১ এর চারা কলম পেতে যোগাযোগ করুন: মো: দেলুয়ার, সিলেট, মোবা: ০১৭১১৯১১৪৩৭ বারি আমের জাত পেতে যোগাযোগ করুন: মো: আশরাফুল আলম, এসএসও, ফল বিভাগ, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১২২২৪৪৭৯। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২