Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পানিতে সবজি ও ফুলের চাষ
বিস্তারিত :আমি পানিতে সবজি ও ফুলের চাষ সম্পর্কে জানতে চাচ্ছিলাম ।

উত্তর/মতামত

আপনি হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফুলের চাষ সম্পর্কে জানতে চেয়েছেন। বিষয়টি বাংলাদেশে নতুন এবং অত্যন্ত আকর্ষণীয়। পানিতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান Nutrient Solution-A এবং Nutrient Solution-B এর মাধ্যমে প্রদান করে প্রয়োজনীয় আলো বাতাসের ব্যাবস্থা নিশ্চিত করতে পারলেই আপনার কাংখিত গাছে ফলন আসবে। সব ধরনের গাছই এই প্রক্রিয়ায় লাগানো যায়। এই প্রক্রিয়ার বিশদ বিবরণ ইমেল এ প্রদান করা সম্ভব নয়। আপনি সময় করে এসে আমাদের হাইড্রোপনিক কালচার এর Experiment গুলু দেখে যান এবং হাইড্রোপনিক সংক্রান্ত বুকলেট ও লিফলেট নিয়ে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ।