Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ডাটা শাক
বিস্তারিত :ডাটা শাক বিজ থেকে কতদিন এ গজায়। আর যদি না গজায় তাহলে কি করা যায় জমি শুস্ক ভাব আছে ১স্পতাহ হয়ে গেছে গাছ দেখা দিচ্ছে না। কি করা যায়

উত্তর/মতামত

বীজ বপনের ১ সপ্তাহের আগেই ডাটা বীজের অংকুরোদগম সম্পন্ন হয়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ে ডাটা বীজ না গজানোর কারণ: ১। বীজের অংকুরোদগম ক্ষমতা না থাক - ভাল বীজ সংগ্রহ করতে হবে। ২। বপনের সময় বীজ মাটির অধিক গভীরে বপন করা হলে- ১-২ সে.মি. গভীরে বীজ বপন করতে হবে। ৩। বপনের পর জমিতে পরিমিত পানি সেচের অভাব হলে - বপনের পর টারা গজানোর পূর্ব পর্যন্ত জমিতে হালকাভাবে পানি সেচ অব্যাহত রাখতে হবে।
ডঃ মোঃ তৌহিদুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর-১৭০১