Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Mango
বিস্তারিত : এসময়ে আমবাগানে কি ধরনের কীটনাশক ব্যবহার করব?????

উত্তর/মতামত

আপনি কেবলমাত্র মুকুল আসা শুরু হবার পরই গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। গাছে মুকুল না ধরলে স্প্রে করার প্রয়োজন নেই। ইতমধ্যে কিছু কিছু আগাম জাতের আম গাছে মুকুল চলে এসেছে। যদি আপনার গাছগুলোতে ইতমধ্যে মুকুল এসে থাকে তবেই আপনি কীটনাশক যেমন কনফিডর (০.২ গ্রাম প্রতি লিটার পানিতে) এবং ছত্রাক নাশক যেমন ইন্ডোফিল (২ গ্রাম প্রতি লিটার পানিতে) একত্রে মিশিয়ে প্রথমবারের জন্য স্প্রে করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে, প্রথমবারের স্প্রে অবশ্যই যেন ফুল ফোটার পূর্বেই করা হয়। ফুল ফুটলে আর স্প্রে করা যাবে না। দ্বিতীয়বার একই পরিমানে উল্লিখিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে যখন গাছে ফল ধরে যাবে অর্থাৎ ফলগুলো সরিষা দানার আকারের হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২