Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউ গাছ
বিস্তারিত :আমার লাউ গাছে গিরায় গিরায় লাউ দরেছে কিন্তুু লাউ বেশী বড় হয় না ছোট অবস্তায় লাউ পচে যায় এর কারন টা বলবেন কি

উত্তর/মতামত

যদি মৌসুমের শেষ পর্যায়ে এ রকম দেখা যায় তাহলে কিছু করার নেই। কারণ মৌসুমের পর্যায়ে এরকম অনেক কড়া ধরে যা পরবর্তীতে ফলে রুপান্তর হয় না । আর যদি মৌসুমের প্রথম দিকে হয় তাহলে বুঝতে হবে এটা মাছি পোকার আক্রমনে বা পরাগায়ন না হওয়ার কারণে বা ফল পঁচা ছত্রাকের কারণে হয়েছে। ১। মাছি পোকার আক্রমন হলে- Sex pheromon ফাঁদ ব্যবহার করুন। ২। পরাগায়ন না হয়ে থাকলে পুরুষ ফুল এর রেনু দিয়ে স্ত্রী ফুলে বিকালে পরাগায়ন করান ৩। ছত্রাক জনিত পঁচন রোগের কারণে হলে Carbendazim গ্রুপ এর ঔষধ যেমন ব্যাভিষ্টিন, অঠোষ্টিন, নোইন স্প্রে করুন।
ড. একেএম কামরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল-০১৭৫৪১১২০৫০