Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : নার্সারী
বিস্তারিত :আমি একজন নতুন কৃষক নার্সারির ব্যবসা করব কিন্তুু নার্সারি করতে হলে মাটি এবং সার কি ভাবে দিব এই বিষয়ে আমার কোন আইডিয়া নেই নার্সারি গাছ দ্রুত বড় হবে এই বিষয়ে কোর আইডিয়া নে আমাকে একটু পরামর্স দিলে খুব উপকার হবে

উত্তর/মতামত

নার্সারীতে টব/পলি ব্যাগ/উঁচু বীজতলায় চারা প্রস্তুত করার জন্য ১:১ হারে মাটি ও জৈব সার দিতে হবে। অর্থাৎ যদি টবে/পলি ব্যাগে/উঁচু বীজতলায় ২ কেজি মাটি ব্যবহার করেন, তাহলে ২ কেজি গোবর/কম্পোষ্ট/ভার্মিকম্পোষ্ট ব্যবহার করতে হবে। তবে ভাল ফল পেতে হলে ভার্মিকম্পোষ্ট ব্যবহার করা উত্তম
ড. মো: আজিজুল হক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বারি, গাজীপুর।