Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শিম গাছ
বিস্তারিত :শিম গেছে পাতা বেশি, ফলন কম। কি করবো ?

উত্তর/মতামত

১) শিম শুষ্ক জলবায়ুতে ভালো হয়। এটি একটি হ্রস্ব দিবসী উদ্ভিদ। তবে গাছের দৈহিক বৃদ্ধির জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং দীর্ঘ দিবসের দরকার হয়। গাছ যখনই লাগানো হোকনা কেন দিনের দৈর্ঘ্য একটি নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ফুল ও ফল ধরেনা। ২) শিম গাছের নিয়মিত যত্ন করতে হবে। গাছের গোড়ায় যদি আগাছা জন্মে তাহলে আগাছা পরিস্কার করে দিতে হবে। মাঝেমাঝে অতিরিক্ত আগা ও লতা ছাটাই করে দিতে হবে। গাছে অনেক বেশী পরিমানে মাটি দিতে হবে। ৩) গাছে ফুল আসলে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরের মাধ্যমে পরাগয়ন (কৃত্রিম পরাগায়ন) ঘটিয়ে কাংখিত ফলন পাওয়া সম্ভব।
সংযুক্ত ফাইল : query.doc