Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চাষ
বিস্তারিত :ছায়ায় কি কি ফসল করাজায় এবংকিবাবে করব?

উত্তর/মতামত

ছায়ায় যে সমস্ত ফসল হয়- আদা, হলুদ, পালংশাক, কচু, ব্রুকলি, বলাতী ধনিয়া ইত্যাদি। এই সমস্ত ফসল বসতবাড়ির ছায়াযুক্ত স্থানে জন্মানো যাবে। এমনকি লাউ জাতীয় ফসলের মাচার নীচেও চাষ করা সম্ভব। ছায়াযুক্তস্থানে ফসলের উৎপাদন পদ্ধতি স্বাভাবিক উৎপাদন পদ্ধতির অনুরুপ।

ড. আ সা ম মাহবুবুর রহমান খান
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
সরেজমিন গবেষণা বিভাগ
বিএআরআই, গাজীপুর
মোবাইল- ০১৭২-৫৯৮০৩৫