Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছের পাতা ঝরে পড়া সমস্যা
বিস্তারিত :পেয়ারা গাছের পাতা বেশী মাত্রায় ঝরে যাচ্ছে

উত্তর/মতামত

গাছের বয়স, নিয়মিত সার সেচ পরিচর্যা, রোগ বালাই অথবা পোকামাকড় এর আক্রমন আছে কিনা ইত্যাদি সম্পর্কিত কোন তথ্য জানাননি। এমতাবস্থায়, সঠিক সমাধান দেওয়া সমীচীন নয়। সমস্ত তথ্যাদি বিস্তারিত জানালে সমধান দেওয়া সম্ভব। এছাড়া বয়স অনুযায়ী গাছের সঠিক পরিচর্যা করে দেখতে পারেন, যেমন নিয়মিত সার পানি প্রয়োগ, আগাছা পরিস্কার ইত্যাদি। বয়স অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, (৭ম সংস্করন), ফল ফসল, পেয়ারা।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২