Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কি ঔষুদ চিটালে আমের মকুল থেকে ভালো আম আসে!
বিস্তারিত :আমাদের সব গাছে অামের অনেক মুকুল আসছে এখন, শুনছি কি একটা হরমন ঔষুধ চিটালে আমার মুকুলে তাহলে আমের ভালো ফল আসে এবং লাগে, তাই এখন মুকুলে কি দিবো আমি?? এখন আবহাওয়া অনেক গরম এবং বৃষ্টি ও নাই, এই গরম আবহাওয়া অনেক মুকুল পঁচে যায়, আম আর আসেনা, তাই মকুলে বা আমের ফুলে আমার করণীয় কি???? দয়া করে জানাবেন আমার মেইল এ,

উত্তর/মতামত

কনফিডর ০.২ গ্রাম/লি. পানি এবং ইন্ডোফিল এম৪৫ ২গ্রাম/লি. পানি মিশিয়ে একবার স্প্রে করতে হবে আমের মুকুল এসেছে কিন্ত ফুল ফোঁটার আগেই। আরেকবার স্প্রে করতে হবে ফলের মটর দানা অবস্থায়। এছাড়া ভাল ফলনের জন্য ২% (২০গ্রাম/লি. পানি) ইউরিয়া দ্রবন ফলের মটরদানা আকৃতিতে ১ বার এবং মার্বেল অবস্থায় আরেকবার স্প্রে করতে হবে। আমের মুকুল আসার পর সার-সেচ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, (৭ম সংস্করন) ফল, আম।
তথ্য সূত্র:
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২