Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : এখন জমিতে কি ফসল বুনা যায় সামনে রোজা আসতেছে
বিস্তারিত :এখন জমিতে কি ফসল বুনা যায় সামনে রোজা আসতেছে যাতে করে ভালো দাম ও বাজার ব্যবস্তা ভালো থাকবে।

উত্তর/মতামত

আসন্ন রোজার মাসকে সামনে রেখে নিম্নোক্ত ফসলসমুহ চাষাবাদ কৃষকের জন্য লাভজনক হতে পারে। ১। বেগুন (বারি বেগুন-৮) ২। শসা (গ্রীষ্মকালীন উচ্চফলনশীল জাত) ৩। ধনিয়া পাতা ৪। ঢেঁড়স ৫। গ্রীষ্মকালীন টমেটো (বারি হাইব্রিড টমেটো-৪)