Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু
বিস্তারিত :ধসা দমন কি ভাবে হবে

উত্তর/মতামত


আলুর মড়ক বা নাবী ধ্বসা (লেইট ব্লাইট) রোগ দমনব্যবস্থা :
১। রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
২। রোগ প্রতিরোধক হিসেবে যেমনঃ ডাইথেন এম-৪৫/মেলোডি ডুও/ইন্ডোফিল/ম্যানকোজেব ০.২% হারে ৭-১০ দিন পর পর স্প্রে করলে এ রোগের আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়।
৩। আক্রান্ত জমিতে সেচ বন্ধ করে দিতে হবে।
৪।রোগ দেখা দেওয়ার সাথে সাথে সিকিউর (২ গ্রাম/লিটার)/মেলোডি ডুও ২ গ্রাম + সিকিউর ১ গ্রাম (প্রতি লিটার পানিতে)/মেলোডি ডুও ২ গ্রাম + ডাইথেন এম-৪৫ ২ গ্রাম (প্রতি লিটার পানিতে) )/এক্রোভেট এম জেড ২ গ্রাম + সিকিউর ১ গ্রাম (প্রতি লিটার পানিতে)/মেলোডি ডুও ১ গ্রাম + এক্রোভেট এম জেড ২ গ্রাম (প্রতি লিটার পানিতে) ছত্রাকনাশক ৭ দিন পর পর স্প্রে করতে হবে। পাতার উপরে ও নীচে ভালভাবে স্প্রে করতে হবে।

তথ্য সূত্র: মোবাইল অ্যাপস "কৃষি প্রযুক্তি ভান্ডার"