Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফলের চারা
বিস্তারিত :গাজীপুরে আপনাদের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগে আগামী বর্ষা মৌসুমে কি কি ফল গাছের চারা বা কলম পাওয়া যাবে?

উত্তর/মতামত

বিএআরআই এর ফল বিভাগ কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফলের জাতের চারা-কলম সীমিত পরিমানে পাওয়া যাবে। যেমন- আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু, মাল্টা, আমড়া, পেঁপে, ড্রাগন ফল, নারিকেল, বড়ই ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে যোগাযোগ করুন।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২