Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারান্দায় ফলের চাষ
বিস্তারিত :সকালের দিকে ৬-৭ ঘন্টা সূর্যের পূর্ণ আলো পায়, এমন বারান্দায় কি কি ফল ও ফুলের গাছ ভালো হবে??

উত্তর/মতামত

বান্দায় ফুলের গাছ লাগানো যায়। ফুল চাষ নিয়ে বিস্তারিত জানতে ফুল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই এ যোগাযোগ করুন। ফল চাষের জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। বিশেষকরে গাছের বৃদ্ধি- বিস্তারের জন্য। এক্ষেত্রে আপনি বাড়ির ছাদে এ ফল চাষ করতে পারেন। বারান্দায় বারি আমড়া-১ এর চারা লাগাতে পারেন, যা স্বল্প পরিসরে চাষ করা যায়।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২