Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বোরো পরবর্তী ফসল।
বিস্তারিত :আসসালামু আলাইকুম। বোরো ধান উঠার পর বর্ষাকালীন কি কি সবজি চাষ করা যায়? গ্রাফটিং করার জন্য তিতবেগুন এর বিচি কোথায় পাওয়া যায়। এ সংক্রান্ত তথ্য বিস্তারিত দিলে ভাল হয়।

উত্তর/মতামত

বোরো ধান উঠার পর নিম্মোক্ত সবজিসমূহ উঁচু ও মধ্যম উঁচু জমিতে চাষ করা সম্ভব।
১। ঢেড়স (বারি ঢেড়স-২)
২। পুঁইশাক
৩। ডাটাশাক
৪। গিমা কলমী (বারি গিমা কলমী-১)
৫। গ্রীষ্মকালীন টমেটো
৬। চিচিঙ্গা (বারি চিচিঙ্গা-১)
৭। লালশাক (বারি লালশাক-১)
৮। চীনাশাক (বারি চীনাশাক)
৯। বাটিশাক (বারি বাটিশাক)
১০। মিষ্টিকুমড়া
১১। গ্রীষ্মকালীন লাউ (বারি লাউ-১)
গ্রাফটিং করার জন্য তিতবেগুন এর চারা দেশের চাহিদা নির্ভর কিছু হর্টিকালচার সেন্টারে পাওয়া সম্ভব। তবে সাধারণত তিতবেগুনের বিচি দেশের কোথাও বাণিজ্যিকভাবে চাষ বা বিক্রি করা হয় না। প্রয়োজন সাপেক্ষে তিতবেগুন এর বিচি নিকটস্থ কোন হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করলে পাওয়া সম্ভব হতে পারে।

তাসলিমা জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, গাজীপুর।
মোবাইল-০১৭১৮৪২৬৮৮০