Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপের উপরের পাতা হলুদ হচ্ছে
বিস্তারিত :পেপের উপরের পাতা হলুদ হচ্ছে এবং কুকড়ে জাচ্ছে

উত্তর/মতামত

আপনার সমস্যাটি স্পষ্ট নয়। গাছের পাতায় হলুদ ছোপ ছোপ দাগ হলে তা পেঁপের মোজাইক ভাইরাসের আক্রমন এবং পাতা কোঁকড়ানো ভাইরাসের আক্রমনে পাতা কুঁকড়িয়ে যায়, পত্রফলক ছোট হয়ে যায়। আক্রমন তীব্র হলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এ রোগ ২টিই জাব পোকার মাধ্যমে ছাড়ায়।

আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং রোগ বিস্তারকারী পোকা দমনের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা যায়। এছাড়া, সালফারের অভাবে পাতা হলুদাভ এবং দুর্বল হয়ে যায়। বৃদ্ধি কম হয়।

প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে থিওভিট অথবা কুমুলাক্স মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার সমস্ত পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২