Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় :
বিস্তারিত :আমার আম বাগানে প্রচুর পরিমান মুকুল আসারপরও কোন আমের কথা দুরে ডানা পর্যন্ত হয় নাই, মুকুলের অবস্থায় মুকুল নষ্ট হয়ে যায়,একান থেকে রক্ষা পেথে এবং আগামী বছর ভালো ফলন পেথে হলে আমার আম বাগানে কি করতে হবে?

উত্তর/মতামত

আপনার গাছের বয়স কত: সঠিক সময়ে সার-পানি –পরিচর্যা করেন কিনা, আগাছা পরিস্কার করেন কিনা এবং কোন রকম রোগ-বালাই, পোকা-মাকড়ের আক্রমন আছে কিনা এসব বিস্তারিত তথ্য জানান নাই, যা সমস্যা সমাধানের জন্য জরুরী। মুকুল নষ্ট হয়ে যাওয়ার প্রধান ২টি কারন হল হপার পোকার আক্রমন এবং এ্যানথ্রাকনোজ নামক রোগের সংক্রমন। আগামী বছর ভাল ফলন পেতে চাইলে সঠিক পরিচর্যা করুন এবং বিস্তারিত জানতে । ভিজিট করুন www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি সেবা বক্স, কৃষি প্রযুক্তি হাত বই (সপ্তম সংস্করণ), ফল ফসল, আম।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২