Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আঙ্গুর চাষ
বিস্তারিত :বীজ থেকে আঙ্গুর চারা উৎপাদন করলে ফল হবে, কত সময় লাগবে ফল হতে। বীজের চারাতে ফল না হলে কলমের চারা কোথায় পাওয়া যাবে

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আঙ্গুর ফল নিয়ে তেমন কোন গবেষণা করেনি। তাছাড়া বারিতে আঙ্গুরের কোন জাত নেই। বীজ থেকে আঙ্গুরের চারা উৎপাদন করা হলে তার মাতৃগাছের গুনাগুন ঠিক থাকে না। তাই কলমের চারা করা ভাল। এতে মাতৃগাছের গুনাগুন ঠিক থাকে। বারির জাত না থাকায় চারা উৎপাদন হয় না। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত নার্সারি যারা আঙ্গুরের কলমের চারা তৈরী করে সেখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২