কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : আম গাছে বিছা পোকার আক্রমন
বিস্তারিত :ফজলি জাতীয় আম গাছে,আম ধরেছে ভালোই, ,, কিন্তু গাছে বর্তমানে অনেক বিছা পোকার আক্রমন দেখা দিয়েছে। যার ফলে পোকা গাছের পাতা খেয়ে ফেলছে। তাছাড়া গাছ ঘরের সম্মুখে হওয়ায়, অনেক সময় পোকা শরীরে পড়ে, ,যা শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। গাছের উচ্চতা একটু বেশী। বিছার উপদ্রব থেকে রক্ষা পেতে কি কি করতে পারি? ?????
বিস্তারিত :ফজলি জাতীয় আম গাছে,আম ধরেছে ভালোই, ,, কিন্তু গাছে বর্তমানে অনেক বিছা পোকার আক্রমন দেখা দিয়েছে। যার ফলে পোকা গাছের পাতা খেয়ে ফেলছে। তাছাড়া গাছ ঘরের সম্মুখে হওয়ায়, অনেক সময় পোকা শরীরে পড়ে, ,যা শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। গাছের উচ্চতা একটু বেশী। বিছার উপদ্রব থেকে রক্ষা পেতে কি কি করতে পারি? ?????
উত্তর/মতামত
আমের বিছা পোকা দমনে ম্যালাথিয়ন অথবা সুমিথিয়ন ৫০ ইসি প্রতি লিটার পানিতে ২ml করে মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করলে চলে যাবে। তবে স্প্রে করার সময় গাছের পাতার নিচের অংশ যেন ভালভাবে ভিজে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২