Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চেরি
বিস্তারিত :কত দিনে ফল ধরে?

উত্তর/মতামত

চেরী ফলের গ্রাফটিং এর চারা হলে এক বছর পরই গাছে ফল আসবে তবে ২-৩ বছর পর্যন্ত ছোট চারা/কলমে ফল রাখা যাবে না। সাধারণত ৩ বছরের পর উক্ত কলমে ফল রাখলে গাছের ক্যানোপী সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে। তাতে গাছের ফলনও ভাল হবে এবং পরিপুষ্ট ফল পাওয়া যাবে। অন্যদিকে বীজের গাছ হলে গাছে ফল ধারনের জন্য ৬-৭ বছর সময় লাগে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২