Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : করলার রোগ
বিস্তারিত :করলার নিচের দিকে শুকিয়ে আস্তে আস্তে পুরো করোলাটা নষ্ট হয়ে যায় ।

উত্তর/মতামত

সাধারনত করলাতে যদি পরাগায়ন সঠিকভাবে না হয়ে থাকে তবে ফল কিছুটা বড় হলেও পরবর্তীতে তা নিচের দিক থেকে শুকিয়ে আস্তে আস্তে সম্পূর্ন ফল নষ্ট হয়ে য়ায়। এছাড়াও অনেক সময় ফলের মাছি পোকার আক্রমনে ফল নিচের দিক থেকে শুকিয়ে যায় এবং ফলের বাকি অংশ পেকে যায় ও পচে যায়। সঠিকভাবে পরাগায়ন নিশ্চিত করার জন্য জমিতে যেন পরাগায়নে সাহায্যকারী পোকা যেমন মৌমাছি, Bumble bee প্রভৃতির উপস্থিতি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও কৃত্রিম ভাবে হাতের সাহায্যে একটি পুরুষ ফুলের মাধ্যমে কয়েকটি স্ত্রী ফুলকে পরাগায়িত করা যায়। এভাবে প্রায় শতভাগ পরাগায়নের নিশ্চয়তা পাওয়া যায়। ফলের মাছি পোকা নিয়ন্ত্রনের জন্য জমিতে ফেরোমন ফাঁদ ও বিষটোপ ব্যবহার করা যেতে পারে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর