Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কমলা ও মাল্টা চাষ
বিস্তারিত :আমার বাসা রংপুর জেলার বদরগঞ্জ থানায়। আমি বানিজ্যিকভাবে কমলা ও মাল্টা বাগান করতে চাই। আমার এই এলাকার জন্য কোন জাতের কমলা ও মাল্টা ভাল হবে? আমি কোথা থেকে চারা সংগ্রহ করব? আমি কি নিকটস্থ কোন সরকারি প্রতিষ্ঠান থেকে চারা পেতে পারি (নিকটস্থকোন সরকারি প্রতিষ্ঠান থাকলে জানাবেন)? আপনাদের নিকট থেকে চারা ক্রয় করলে প্রতিটি চারার মূল্য কত পরবে ?

উত্তর/মতামত

আপনি বারি কমলা-১ এবং বারি মাল্টা-১ চাষ করতে পারেন। তবে কমলা থেকে মাল্টা চাষ লাভজনক হবে। আপনি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বুড়িরহাট রংপুর অথবা নিকটস্থ বিশ্বাসযোগ্য নার্সারী থেকে চারা সংগ্রহ করতে পারেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২