Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মেহগনি গাছের পাশে আম গাছ লাগানো যাই?
বিস্তারিত :৫-৭ বছরের মেহগনি গাছের পাশে আম গাছের চারা লাগালে ফলন কেমন হবে আম গাছের?

উত্তর/মতামত

আপনার মেহগনি গাছের দূরত্ব কত কিভাবে লাগানো হয়েছে কিছুই উল্লেখ করেন নাই। আম বাগান আলাদা করাই ভাল। অন্যথায় সার পানি ও অন্যান্য ব্যবস্থাপনা কষ্টকর হবে। তবে নির্দিষ্ট দূরত্বে লাগিয়ে সার, পানি, আগাছা ও অন্যান্য ব্যবস্থাপনা ঠিকমত নিতে পারলে লাগানো যাবে। তবে মনে রাখতে হবে যেন আম বাগানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র,
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২