Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : রোগপ্রতিকার
বিস্তারিত :কোলের ওপর কালো প্রলেপ হয়ে আকুল শুকিয়ে যায়

উত্তর/মতামত

কূলের পাউডারী মিলডিউ রোগ হয়েছে বলে মনে হয়। ফল আক্রান্ত হওয়ার সাথে সাথে থিউবিট ২ গ্রাম প্রতি লিটার পানিতে অথবা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি. ঔষধ মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঔষধ দেয়া কুল অন্তত ১৫ দিন মানুষ যেন না খায়।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২