Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কেচো কোথায় পাব?
বিস্তারিত :কেচো সার তৌরি করার জন্য কেচো দরকার খুব কম দামে কেচো কোথায় পেতে পারি

উত্তর/মতামত

সাধারণত ১ কেজি এসিনা ফেটিডা জাতের কেঁচোর মূল্য ২০০০/- টাকা যা এলাকা ভিত্তিক ভাবে কমবেশী হতে পারে। আপনি নিম্নলিখিত ভার্মিকম্পোষ্ট বা কেঁচোসার উৎপাদনকারী ব্যক্তির কাছ থেকে অল্প কিছু কেঁচো ক্রয় করে তা পচাঁ গোবরের মধ্যে রেখে কেঁচোর বংশ বৃদ্ধি করে কেঁচোর সংখ্যা বাড়াতে পারবেন।
১। মিসেস রেবেকা-০১৭১৪৯২৮৫৯০
২।ড. শামসুল বারী-০১৫৫২৪৬৪৪৭৫
বিকল্প পদ্ধতি: কলা গাছের গোড়ায় (কলা ফসল সংগ্রহের পর গাছটি ফেলে রাখা হয়) প্রচুর পেরিওনিক্স এক্সকাভেটাস প্রজাতির কেঁচো পাওয়া যায়। এ ধরণের কেঁচোও কেঁচো সার তৈরীতে বিশেষ পারদর্শী।