Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : রাম্বুতান
বিস্তারিত :আমার বাড়ি গাজীপুর,কাপাসিয়া। আমি রাম্বুতানের বাগান করতে চাই, চারা কোথায় পাওয়া যাবে? আর এর বানিজ্যক সম্ভবনা কেমন? কোন অঞ্চলে ভাল হবে ?

উত্তর/মতামত

বাংলাদেশে রাম্বুতান চাষের উজ্জল সম্ভবনা রয়েছে। যেহেতু রাম্বুতান একটি Diocious গাছ। অর্থাৎ স্ত্রী ও পুরুষ গাছ আলাদা। তাই চারা থেকে লাগানো গাছ স্ত্রী বা পুরুষ হতে পারে। তাই পারলে কলম সংগ্রহ করে লাগাতে পারেন। জানামতে বগুড়া মহাস্থানগড় এলাকায় বিভিন্ন নার্সারীতে এর কলম পাওয়া যায়। সেখান থেকে সংগ্রহ করে লাগাতে পারেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২