কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : agriculture
বিস্তারিত : সুনালিকা ও আকবর কৃষিরর কুন সাখার অন্তরভুক্ত
বিস্তারিত : সুনালিকা ও আকবর কৃষিরর কুন সাখার অন্তরভুক্ত
উত্তর/মতামত
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনালিকা ও আকবর নামে বাংলাদেশে দুটি গমের প্রজাতি রয়েছে। এরা দানাদার ফসলের অন্তর্ভূক্ত। গম গবেষণা কেন্দ্র কর্তৃক ১৯৭৪ সালে সোনালিকা এবং ১৯৮৩ সালে আকবর (BAW 43) জাত দুইটি উদ্ভাবিত হয়।