কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : কমলা লেবু গাছের রোগ
বিস্তারিত :পাতায় সাদা সাদা ফোটা ।পাতা হলদে হয়ে যাচ্ছে ।
বিস্তারিত :পাতায় সাদা সাদা ফোটা ।পাতা হলদে হয়ে যাচ্ছে ।
উত্তর/মতামত
কমলালেবুর গাছের পাতায় সাদা বর্ণের ছোট দাগ দেখা গেলে সেটি গাছের বোরণের অভাব জনিত লক্ষণ। যা পরবর্তীতে সর্ম্পূন পাতা হলুদ বর্ণে রূপান্তর করে। এই সমস্যা প্রতিকারের জন্য প্রথমত গাছের গোড়ায় ২৫-৪০কেজি পঁচা গোবর সার প্রয়োগ করুন। সাথে সাথে ৫০-১২০ গ্রাম বোরিক এসিড সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি ০.১% বোরাক্স দ্রবণ (১০ গ্রাম বোরাক্স ১০লি: পানিতে মিশাতে হবে) ১৫দিন অন্তর ২-৩ বার স্প্রে করেও এই সমস্যা দুর করা যায়।
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুর
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুর