Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উ‌দ্ভিদ বিষয়ক
বিস্তারিত :আমার শীতকালীন শীম গাছ মাচা ভরে ‌গে‌ছে কিন্তু ফুল ও ফল ধর‌তে‌ছে না। এম‌পি ও টিস এস পি সার দি‌য়ে‌ছি। ‌কি কর‌লে ফুল ও ফল ধর‌বে?

উত্তর/মতামত

শিম প্রধানত: একটি খাটো দিবসী উদ্ভিদ। এর ফুল ধারণের জন্য নিম্ন তাপমাত্রা সহ খাটো দিবসের প্রয়োজন হয়। তাই শীতের জন্য আর কিছুদিন অপেক্ষা করুন। শীতের প্রভাব পড়লেই আপনার শিম গাছে ফুল ফল আসবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফুল গবেষণা বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বারি, গাজীপুর