Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের কলম করা
বিস্তারিত :আমার ৭টি ৩ বছর বয়সের আম গাছ আছে। গাছগুলোতে বারি হতে উন্নত জাতের সায়ন ও দক্ষ লোক দিয়ে কলম করাতে চাই।

উত্তর/মতামত

আপনার আম গাছগুলি কোন এলাকায় অবস্থিত তার ঠিকানা দেন নাই। ফলে সংশ্লিষ্ট তথ্যাদি দেয়া সম্ভব হচ্ছে না। এএসআইসিটি বিভাগ বারি, গাজীপুর