Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পানের পাতায় গোল গোল ডিম জাতীয় পোকা
বিস্তারিত :পানের পাতার পোকা গুলো imidaclopridজাতীয় কনফিডর' এডমায়ার দিয়েমারতে পারছি না সমাধান কি

উত্তর/মতামত

পান পাতায় মিলি বাগের আক্রমণ ও তার দমন ব্যবস্হাপনা প্রেরিত তথ্য অনুযায়ী বুঝা যায়, মিলি বাগ (Mealy bug) এর আক্রমণে পান পাতা ক্ষতিগ্রস্হ হতে পারে । আপনি কনফিডর/এডমায়ার ব্যবহার করেছেন যা কাজ করছে না। তাই এখন আপনি Fepronil (Regent 50sc) ১ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে পান পাতায় স্প্রে করতে পারেন এবং দ্রুত সুফল পেতে পারেন। এছাড়া মিলি বাগ কর্তৃক ১। আক্রমণের মাত্রা কম হলে আক্রান্ত পাতা তুলে ধ্বংস করতে হবে। ২। বরজের ভিতর ও চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ৩। এ পোকা হলুদ রং এর প্রতি আকৃষ্ট হয়। তাই আঠালো হলুদ রং এর ফাঁদ পেতে এদের দমন করা যেতে পারে। হলুদ ফাঁদ তৈরির জন্য একটি প্লাষ্টিকের বৈয়ামের উপরিভাগে মবিল বা অন্য কোন আঠালো পদার্থ মেখে পান বরজে স্থাপন করতে হবে। এর জন্য প্রতি বিঘায় ৭ টি ফাঁদ লাগবে। ৪। ২০ লিটার পানির মধ্যে ১ কেজি আধা ভাঙ্গা নিম বীজ ভিজিয়ে রেখে পরের দিন সকালে ঐ পানি স্প্রে করতে হবে। ৫। প্রতি লিটার পানির সাথে ৫ মিলি নিম তেল ও ৫ মিলি টিক্স মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে। ৬। প্রতি লিটার পানির সাথে 1ml হারে Malathion 50 per cent EC ও 1ml হারে Nuvan (Dichlorovos 76% EC) মিশিয়ে পান গাছে স্প্রে করতে হবে। ৭। আক্রমণের মাত্রা বেশি হলে প্রতি লিটার পানিতে সাইফারমেথিয়ন (রিপকর্ড) বা ক্লোরপাইরিফস (ডার্সবান) ১ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার পূর্বে প্রাপ্ত বয়স্ক অথবা বাজারজাত করা যাবে এমন পাতা তুলে ফেলতে হবে। ড. মোহাঃ মাসুদুল হক উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই জয়দেবপুর, গাজীপুর-১৭০১ ফোন-০১৭১১১১১৪৭৪