Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : খিরা গাছের রোগ
বিস্তারিত :গাছের পাতায় ছোট ছোট ছিদ্র। পাতা কুকড়ে যাচ্ছে।

উত্তর/মতামত

খিরা গাছের পাতাতে ছোট ছোট ছিদ্র হওয়ার অর্থ হচ্ছে পাতা খেঁকো পোকার আক্রমন হওয়া। এক্ষেত্রে উক্ত পোকা দমনের জন্য ম্যালাথিয়ন/ফাইফানন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মি.লি. মিশিয়ে স্প্রে করতে হবে। আর পাতা কুকড়ানো হতে রক্ষা পাওয়ার জন্য ওমাইট/ভার্টিমেক ২ মি.লি. প্রতি ১ লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২/৩ বার স্প্রে করলে আস্তে আস্তে পাতা কুকড়ানো সমস্যা চলে যাবে।
ড. বাহাউদ্দিন আহমেদ
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা বিভাগ
মোব-০১৫৫৬-৩৬৩৯০১