Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উন্নত মানের সুগন্ধি লেবুর জাত,ও উচ্চ ফলন শীল।
বিস্তারিত :লেবু

উত্তর/মতামত

উন্নত মানের সুগন্ধি লেবু বা এলাচী লেবুর স্থানীয় নাম হিসাবে কলম্বো লেবু নামে পরিচিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাতীয় লেবুর জার্মপ্লাজম সংগ্রহ করে মুল্যায়নের মাধ্যমে ২০১৮ সনে বারি লেবু-৫ নামে এই প্রজাতির লেবুর একটি উন্নত জাত উদ্ভাবন করে। এই জাতীয়লেবুর প্রতিটির গড় ওজন ২৬৮ গ্রাম। পাঁচ বছর বয়সী প্রতিটি গাছে গড়ে ৮০-৯০ টি ফল আসে এবং হেক্টর প্রতি ফলন প্রায় ২৬ টন।
মুহাম্মদ জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর