Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুবোখরা ( বারি ১)
বিস্তারিত :আমার গাছের পাতা হলুদ হয়ে সাদা হয়ে যায়। পাতা তে আলো পডলে পাতার অপর প্রান্ত থেকে মনে হয় সাদা পলিথিন। আমি পর্যায় ক্রমে PGR, পুরানো গোবর, Tsp, জিপসাম, NAA, ইউরিয়া দিয়েছি। পাতায় বোর্দমিকচার, চিলেটেড় জিংক ও বোরন দিয়েছি। গাছের গোড়ার মাটি কুপিয়ে ও দিয়েছি কিন্তু পাতা হলুদাভাব সাদা বর্নের ই রয়েছে

উত্তর/মতামত

Vein Cleaning লক্ষণ বলে মনে হচ্ছে। এটা Mg বা ম্যাগনেসিয়ামের অভাবে হয়। ডালাচুন বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সার প্রয়োগে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তবে গোবর বা কম্পোস্ট দিলেই চলবে। PGR এর প্রয়োজন নেই। শীতকালে পাতা এমনিতেই ঝরে পড়ে ফুল ও নতুন পাতা গজাবে। পাতায় দাগ রোগের জন্য (ডাইথেন বা রিডোমিল/এমিস্টার টপ) ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করলেই চলবে।
ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই