Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁয়াজ
বিস্তারিত :পেঁয়াজের বীজতলায় গোড়াপচা রোগ দমন ব্যাবস্থা কী কী??

উত্তর/মতামত

পিয়াজের বীজতলায় গোড়াপচা রোগ দমনে কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক (ব্যভিস্টিন/অটোস্টিন) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হার মিশিয়ে বীজতলা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। পরে অঙ্গমরা দেখা দিলে এমিস্টার টপ প্রতি লিটার পানিতে ১ মি.লি. হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।
ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই