Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি বিটি বেগুন 4
বিস্তারিত : আমার india west Bengal বাড়ি ।আমি বারি বিটি বেগুন 4 এর বীজ আমার এলাকায় কোথায় পাবো। দয়া করে একটু জানাবেন ।

উত্তর/মতামত

Bt বেগুনের বিভিন্ন জাতের কোন বীজ ই ভারতে পাওয়া যায় না। এ বীজ শুধু BARI ও BADC বিভিন্ন কেন্দ্রে পাওয়া যায়। সুতরাং এ বীজ পেতে হলে BARI, Gazipur এর বীজ প্রযুক্তি বিভাগে যোগাযোগ করে ৫০০০/- প্রতি কেজি দরে ক্রয় করা যাবে।
ড. একেএম কামরুজ্জামান
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
ফুল বিভাগ, এইচআরসি