Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গ্রীষ্মকালীন শসা চাষ
বিস্তারিত :গ্রীষ্মকালীন শসা চাষ করতে চাই। কোন জাতের শসা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে? কোন মাসে লাগাতে হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর/মতামত

শসা বর্তমানে সারা বছরই চাষ করা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত শসার জাত নাই। তবে মেটাল সীড কোম্পানীর "বনলতা" নামক একটি শসার জাত আছে যা তুলনামূলক ভাবে ভালো। আপনি উক্ত জাতটি চাষ করতে পারেন। পূবেই উল্লেখ করা হয়েছে যে বর্তমানে শসা লাগানোর নিদিষ্ট কোন সময় নাই, তীব্র শিত ছাড়া বাকী যে কোন মাসেই শসা লাগানো যেতে পারে। তীব্র শিতে শসা গাছের বৃদ্ধি কমে যায় ও গাছ নষ্ট হয়ে যায়।
ড. বাহাউদ্দিন আহমেদ
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর।