Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ডালিম
বিস্তারিত :ডালিমের ফুল আসে অনেক কিন্তুু ফল থাকে না একটিও।।

উত্তর/মতামত

আপনার ডালিম গাছের বয়স উল্লেখ করেননি। সাধারনত বোরন সার ও গাছে পানির অভাবে ফুল ঝড়ে যায়। আপনার গাছে সুষম সার প্রয়োগ করুন বোরন সারসহ নাই এবং গাছের ফুল আসার পর সেচের ব্যবস্থা নিন। ফুলে রোগ বা পোকা মাকড় থাকলে সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর