Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ভালো উন্নত জাতের পেঁপের বীজের নাম কী?
বিস্তারিত :বর্তমান সময়ে পেঁপের কোন জাত ভালো।সহজ চাষে যা থেকে অধিক ফলন পাওয়া যাবে। ভালো বীজ ছিনার উপায় কি ভাবে। অার এই বীজ কোথায় থেকে সংগ্রহ করবো। দয়া করে যদি বলেন তাহলে উপকৃত হব?

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে পেঁপের একটি উন্নত জাত শাহী পেঁপে উদ্ভাবন করা হয়েছে যার ফলন গড়ে ৪০-৬০ টন/হেক্টর। এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩০-৪০ টি ফল ধরে এবং প্রতিটি ফলের গড় ওজন ১ কেজি। আপনি এ জাতের পেঁপের চাষ করে দেখতে পারেন। ভালো মানের পেঁপের বীজ একটুু পরিপুষ্ট ও বড় হয়। আপনার যদি শাহী পেঁপের বীজ দরকার হয় তবে আপনি অক্টোবর - নভেম্বর মাসে আমার সহিত যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা-
মোহাম্মদ রেজাউল করিম
বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি গাজীপুর।