Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছের পাতা রং পরিবর্তন
বিস্তারিত :আম গাছের পাতা খয়েরী রং ধারন করছে গত। আম গাছের বয়স ১ বছর। আমি ৩ মাস আগে নারসারি থেকে গাছগুলো কিনে লাগিয়েছি। গত ১৭/১২/২০১৮ ইং তারিখে আমি গাছে ইউরিয়া, ডিএপি, পটাস দিয়েছিলা।

উত্তর/মতামত

বয়স অনুযায়ী আম গাছের সারের মাত্রা ও সঠিক পরিচর্যা রয়েছে। আপনি কোন ধরনের মাটিতে চারা লাগিয়েছেন, কি পরিমান সার প্রয়োগ করেছেন তা উল্লেখ করেন নাই। সাধারণত পটাশিয়ামের অভাবে পাতা পোড়া লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে বয়স্ক পাতার আগা এবং কিনারা পুড়ে যায়। লবণাক্ত মাটিতে বা যে মাটিতে সামান্য লোনা পানি বা পটাশিয়ামের উৎস হিসেবে এমওপি সার ব্যবহার করা হয় সে মাটিতে সাধারণত পটাশিয়ামের অভাব দেখা যায়। এক্ষেত্রে পটাশিয়ামের উৎস হিসেবে পটাশিয়াম সালফেট সার ব্যবহার করতে হবে। তীব্র অবস্থায় নতুন গজানো পাতায় ৪-৫ বার পটাশিয়াম সালফেট (৫%) ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যায়। এছাড়াও ডিএপি সার প্রয়োগ বিএআরআই এর নির্দেশনা বহির্ভূত।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর