Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Disease of bottle gourd
বিস্তারিত :ফল হলুদ হয়ে পচে গেছে।পাতাও হলুদ হয়ে নেতিয়ে যাচ্ছে।(water soaked lesion)

উত্তর/মতামত

লাউ ফল হলুদ হয়ে পচে ২টি কারণে ১। মাছি পোকার আক্রমণের ফলে সেক্ষেত্রে ফল নরম হয়ে পচে যাবে এবং ভিতরে পোকার ক্রীড়া দেখা যাবে। ২। পরাগায়নের সমস্যা হলে অথ্যাৎ পর্যাপ্ত পরিমাণ পুরুষ ফুল না থাকলে ফল নির্দিষ্ট সময় পর হলুদ হয়ে শুকিয়ে পচে যাবে। তখন ফল শক্ত থাকবে। গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হয়ে নেতিয়ে যেতে পারে- ১। গাছের পুষ্টির অভাব হলে ২। গাছের গোড়া পচে গেলে। ৩। গাছের কান্ড ফেটে আঠা বের হলে। অথবা ৪। গাছ রোগাক্রান্ত হলে। তাই লক্ষণ দেখে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
একেএম সেলিম রেজা মল্লিক
পিএসও
এইচআরসি, বারি, গাজীপুর।