Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ধান চাষে উচ্চ ফলন কী ভাবে পেতে পারি।
বিস্তারিত :আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার রিচি গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের ৩ একর এর একটা জমি আছে যাতে আমি ব্রি ধান ২৯ রোপন করেছি। আমি কৃষি কাজে এই ১ম তেমন অভিজ্ঞতা ও নেই।তাই জানতে চাই যে কী কী সার বা ঔষধ জমিতে দিব এবং দিলে ভালো ফলন আশা করা যায়।ভালো ফলন পেতে কী কী করতে হবে?

উত্তর/মতামত

ধান সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.brri.gov.bd এই ঠিকানায়।
এএসআইসিটি বিভাগ, বিএআরআই, গাজীপুর