Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে লাগানোর উপযুক্ত সময়।
বিস্তারিত :আমার সাড়ে আট বিঘা জমিতে আনারশ লাগিয়েছি। এখন পেপে লাগানোর কথা ভাবছি। প্রশ্ন হলো। পেপে লাগানোর উপযুক্ত সময়টা বলবেন এবং কোন জাত লাগালে ভালো হবে..?

উত্তর/মতামত

জানুয়ারী-ফেব্রুয়ারি মাস অথাৎ শীতের শেষের দিকের সময় পেঁপে লাগানোর উপযুক্ত সময়। তবে অনেকে সেপ্টেম্বর –অক্টোবর মাসেও পেঁপের চারা লাগিয়ে থাকেন।

মোহাম্মদ রেজাউল করিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।