Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউ গাছের সমস্যা।
বিস্তারিত :সার আমার লাউ গাছের সব কটি লাউই ছোট অবস্তাই আকাবাকা হয় এবং কিচুটা বড় হবার পর পচে যায়।

উত্তর/মতামত


বিঘা প্রতি ১-৫ কেজি বোরন সার গাছের গোড়ায় প্রয়োগ করে ভালো করে মিশিয়ে পানি দিন।
ফেরোমিন ট্র্যাপ দিন বিঘা প্রতি ৪টি মাছি পোকার জন্য।
বিকালে ফুলে পরাগায়ন করুন। পুরুষ ফুলের রিনু দিয়ে স্ত্রী ফুলের মাথায় আলতো করে স্পর্শ করান।
লাউতে পচন দেখা দিলে টিল্ট (১.৫মিলি/ ১ লিটার) স্প্রে করুন।