Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : জমিতে গাছর ছায়া পরার কারনে ধান কম উৎপাদন হচ্ছে।
বিস্তারিত : আমার বড় ভাই একজন কৃষক, তার জমির পাশে অন্য একজন মালিকের একটি ইউক্লিপটাস গাছের বাগান রয়েছে,যার কারনে ধান খেত বিসাল একটি জায়গাজূরে গাছর ছায়া পরার কারনে ধান কম উৎপাদন হচ্ছে।

উত্তর/মতামত

গাছের ছায়া পড়লে ধান গাছের ফলন স্বাভাবিকভাবেই কম হবে। তাছাড়া ছায়াযুক্ত জায়গাটি সব সব সময়ই কাদাযুক্ত থাকায় গাছের বৃদ্ধিও যথাযথভাবে হয় না এবং ফুল আসতেও দেরি হয়। এজন্য ঐ জায়গায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা করার সাথে সাথে কিছু বাড়তি পরিমানে ইউরিয়া ও টিএসপি প্রয়োগ করার মাধ্যমে ধানের বৃদ্ধি ও ফলন কিছুটা হলেও বাড়ানো সম্ভবপর হবে বলে আশা করা যায়। তবে সবচেয়ে ভাল উপায় হচ্ছে ইউক্লিপটাস গাছের মূল ও কান্ড প্রুনিং করা, এতে সূর্যালোক ধান গাছ পর্যন্ত পৌছাবে এবং ধান গাছের উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব হবে।

সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গাজীপুর