Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে আধুনিক জাত।
বিস্তারিত :পেঁপের সবচেয়ে ভালো, তুলনামূলক কম ভাইরাস ও পোকামাকড় আক্রান্ত হয় এমন জাত কোনটি? বানিজ্যিক ভাবে ১০০০ গাছ রোপন করতে চাই। আড়াইহাজা, নারায়ণগঞ্জ।

উত্তর/মতামত

বাংলাদেশে পেঁপের উন্নত জাত একটি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ছাড়কৃত বারি পেঁপে-১ (শাহী পেঁপে)। তাছাড়া অনেক হাইব্রিড পেঁপের জাতও রয়েছে। যেমন: রেডলেডি।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।